টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৩ | ১৭:৪৭ | আপডেট: ০৫ মে ২০২৩ | ১৭:৪৭
নারায়ণগঞ্জের একটি প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরার পূর্ব বক্সনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
মো. আমিন জেলার সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার বাসিন্দা। র্যাব জানায়, আবু তাহের নামে এক ব্যক্তির কাছ থেকে ২০১৬ সালে হজ এজেন্সির ব্যবসায় লাভের প্রলোভন দেখিয়ে আমিন ৪০ লাখ টাকা নেন। পরে ওই টাকা আত্মসাৎ করেন তিনি। পাঁচ বছর ধরে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আবু তাহেরকে বিভ্রান্ত করেন।
পরে আবু তাহের নারায়ণগঞ্জের একটি আদালতে মামলা করেন। আদালত আমিনকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এর পর পালিয়ে যান আমিন।