ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন খুলনার মেয়র খালেক

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন খুলনার মেয়র খালেক

স্থানীয় সরকার মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তালুকদার আব্দুল খালেক - সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১১:৪৪ | আপডেট: ১১ মে ২০২৩ | ১১:৪৪

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করেছেন মেয়র তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিদায়ী মেয়র জানান, আগামী ১৬ মে তিনি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন।

২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তালুকদার আব্দুল খালেক। এর আগে ২০০৮ সালে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র তালুকদার আব্দুল খালেকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তার স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে বলা হয়েছে, খুলনা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র কর্তৃক দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অর্পণ করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়।

আরও পড়ুন

×