ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাজীপুরে নৌকার প্রার্থীর বিকল্প নেই: সুজিত নন্দী

গাজীপুরে নৌকার প্রার্থীর বিকল্প নেই: সুজিত নন্দী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১৭:৫০ | আপডেট: ১১ মে ২০২৩ | ১৭:৫০

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট আজমত উল্লাহ্ খানকে নৌকা প্রতীকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গাজীপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের প্রধান শেখ হাসিনা ভেবেচিন্তে সৎ ও যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। সরকারের উন্নয়নের সুফল সবাই পাচ্ছে। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। 

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কোনাবাড়ি আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুজিত রায় নন্দী বলেন, মনে রাখতে হবে নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই গাজীপুরে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং মো. আনিসুর রহমান মাস্টারের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার। এ সময় কোনাবাড়ি থানা, ওয়ার্ড  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×