ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এক যুগ পর উদ্যোগ

সিলেটে এমসি ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া

সিলেটে এমসি ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া

সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৬:১১ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১৭:০০

প্রায় এক যুগ পর সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটি গঠন করার লক্ষ্যে প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করেছেন মহানগর ছাত্রলীগ নেতারা। কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার কলেজে কর্মিসভা করে নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান, জুমাদিন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, জেলা সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ। সভায় এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য অর্ধশত প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন।

২০০৩ সালে তাজিম উদ্দিনকে সভাপতি ও সাইফুল ইসলাম টিপুকে সাধারণ সম্পাদক করে এমসি কলেজ কমিটি ঘোষণা করা হয়। ২০১০ সালের ১৩ জুলাই ছাত্রলীগ নেতা উদয়ন সিংহ পলাশ হত্যাকাণ্ডের পর কমিটি বাতিল করা হয়। প্রায় একই সময়ে সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বাতিল হয়। এরপর ঐতিহ্যবাহী এই দুই কলেজে ছাত্রলীগের কোনো কমিটি গঠন হয়নি। 

আরও পড়ুন

×