গাজীপুর সিটি নির্বাচন
একদিনে ২৭ পথসভা করলেন আজমত উল্লা

পথসভায় নৌকার প্রার্থী আজমত উল্লা খান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৩ | ১৭:০০ | আপডেট: ২০ মে ২০২৩ | ১৭:০০
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান শনিবার ২৭টি পথসভায় বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ৫৭টি ওয়ার্ডেই গণসংযোগ করেছেন কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মহানগরের নাওজোর, কড্ডা, ভোগড়া, বাসন চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন পথসভায় নৌকার প্রার্থী আজমত উল্লা খান বলেন, যিনি মেয়র হবেন, যিনি কাউন্সিলর হবেন, তিনি সিটি করপোরেশনের মালিক নন। তিনি পাঁচ বছরের জন্য দারোয়ান মাত্র। মূল মালিক হলেন এলাকায় বসবাসরত ১২ লাখ ভোটারসহ ৩৫ লাখ মানুষ।
আজমত উল্লা বলেন, তিনি নির্বাচিত হলে সিটি মেয়রের দরজা কোনো সময় বন্ধ থাকবে না। জনগণের জন্য সবসময় খোলা থাকবে। দরজায় কোনো লাল-নীল বাতি থাকবে না, টঙ্গী পৌরসভাতেও লাল-নীল বাতি রাখেননি। সবাইকে সম্পৃক্ত করে তিনি সুন্দর নগরী গড়ে তুলতে চান। গাজীপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২৫ তারিখ জনগণেরই জয় হবে।
মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রসঙ্গে আজমত উল্লা খান বলেন, তখন তাঁর বয়স ছিল ১৮-র কম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।