ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের প্রার্থী লিটন

রাসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের প্রার্থী লিটন

রাসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন এএইচএম খায়রুজ্জামান লিটন - সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৩ | ১৩:৫৬ | আপডেট: ২২ মে ২০২৩ | ১৩:৫৯

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন।

পরে খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং ১৪ দল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’ এসময় তিনি আগামীতে নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি উল্লেখ করে বলেন, ‘নগরবাসীর বেশকিছু আশা-আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ রয়েছে। আবার মেয়র নির্বাচিত হলে আমি সেগুলো পূরণের চেষ্টা করব।’

তিনি বলেন, ‘আমি চাই, এই রাজশাহীতে আরও কর্মসংস্থান সৃষ্টি করতে। আর এটি আমার নির্বাচনী ইশতেহারেও এক নম্বরে রয়েছে। রাজশাহীতে শিল্প-কারখানা নেই, ব্যবসা-বাণিজ্যের অবস্থাও খুব একটা ভালো না। আমি এবার ব্যবসা-বণিজ্যের উন্নতিসহ কর্মসংস্থান বাড়াতে চাই। আর সেটি শুধু সিটি করপোরেশন এলাকায় নয়, গোটা রাজশাহী জেলাতেই সম্প্রসারণ করতে চাই।’

মনোনয়ন জমা দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আব্দুল খালেক, কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন্নেছা তালুকদার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার প্রমুখ।

আরও পড়ুন

×