ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাজীগঞ্জে ভবন নেই ২৮ ডাকঘরে

হাজীগঞ্জে ভবন নেই ২৮ ডাকঘরে

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ মে ২০২৩ | ০৪:৪৪

হাজীগঞ্জে ৩২ ডাকঘরে পোস্টমাস্টার থাকলেও ২৮টি শাখায় নেই নিজস্ব ভবন। এসব ডাকঘরের কার্যক্রম চলছে দোকানপাট, সরকারি বিভিন্ন পরিত্যক্ত কক্ষ ও নিজস্ব টাকায় ভাড়া করা ঘরে। ডাকসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় লোকজন।

হাজীগঞ্জ পোস্ট অফিস থেকে জানা গেছে, উপজেলায় দুই ভাগে ৩২টি ডাকঘর পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে ২৮টি ডাকঘরের নির্দিষ্ট কোনো কার্যালয় নেই। পোস্টমাস্টাররা নিজ বাসা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছেন বছরের পর বছর।

হাজীগঞ্জ শাখার টঙ্গীরপাড়, বলিয়া বাজার, ধড্ডা, পাতানিশ, কালচোঁ, সুহিলপুর, আলীগঞ্জ, উয়ারুক, আহাম্মদপুর, বড়কুল, পালিশারা, কাশিমপুর, সেন্দ্রা, ঘনিয়া, মনতলাসহ ২৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই। গত কয়েক বছরে নোয়াহাটা ও চৌধুরী বাজার পোস্ট অফিস নিজস্ব ভবন পেয়েছে।

এসব এলাকার বাসিন্দারা জানান, এক সময় পোস্ট অফিস থেকে চিঠিপত্র আদান-প্রদান করতেন তাঁরা। এখন সেভাবে পোস্ট অফিসে যান না এবং গেলেও পোস্টমাস্টারকে দেখেন না। তবে স্থায়ী পোস্ট অফিস হলে ফের ডিজিটাল সেবা পাওয়ার আশা তাঁদের।

হাজীগঞ্জ কার্যালয়ের পোস্টমাস্টারের সহকারী কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘আমাদের নিজস্ব কার্যালয় নেই, নেই চেয়ার-টেবিল। অন্যের দোকানে রাজস্ব, ডাকটিকিট ও খাম বিক্রি করছি।’

কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া জানান, ডাকঘরের জন্য স্থায়ী সম্পত্তি না থাকায় ভবন করা যাচ্ছে না। সেবা প্রদানে ডাকঘর ফের সচল করা প্রয়োজন।

হাজীগঞ্জ পোস্ট অফিস প্রধান কামাল হোসেন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যেসব এলাকায় কোনো ব্যক্তি তিন শতাংশ জমি ডাকঘরের নামে দান করবেন, সেখানে ভবনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×