ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা

চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৩ | ১২:২৮ | আপডেট: ২৮ মে ২০২৩ | ১২:২৯

লালমনিরহাটে ঢাকাগামী বাসে তল্লাশিকালে চালের বস্তায় ৩৮ লাখ টাকা পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে টাকাগুলো জব্দ করা হয়।

এ সময় পুলিশ মোমিনুল ইসলাম নামে এক যুবককে আটক করে। মোমিনুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কিশামত তবকপুর গ্রামের বাসিন্দা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম টাকাসহ ওই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ সকালে উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি সকালে তিস্তা টোল প্লাজায় পৌঁছলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় বাসের লকারে রাখা চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। পরে বস্তার মালিক মোমিনুল ইসলামকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

মোমিনুলের দাবি, তিনি উলিপুর উপজেলা সদরে অন্বেষা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত। মালিক শাহিনুর আলমের নির্দেশে সিমেন্ট কিনতে ওই টাকা নিয়ে তিনি যাচ্ছিলেন।

ওসি এরশাদুল আলম বলেন, চালের বস্তায় সন্দেহজনকভাবে ৩৮ লাখ লুকিয়ে রাখায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×