বরকলে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল গ্রাম পুলিশের

রাঙামাটি অফিস
প্রকাশ: ২৯ মে ২০২৩ | ১৫:৫৬ | আপডেট: ২৯ মে ২০২৩ | ১৫:৫৬
রাঙামাটির বরকল উপজেলার কুরকুটিছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে আব্দুল মালেক (৫৪) নামে এক গ্রাম পুলিশের সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজের জন্য ওজু করতে ভোরে কুরকুটিছড়ি গ্রামের নদীর ঘাটে গিয়েছিলেন আব্দুল মালেক। ফেরার পথে বন্যহাতি তাঁর ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।
তাঁরা আরও জানান, ওই এলাকায় প্রায়ই বন্যহাতির পাল লোকালয়ে হানা দিচ্ছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়িঘর ভাঙার ঘটনাও ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
২ নম্বর বরকল ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের মেম্বার সুরভী আক্তার জানান, আব্দুল মালেক দীর্ঘক্ষণ পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর ঘাটে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
বরকল থানার ওসি নাসির উদ্দীন জানান, বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
- বিষয় :
- বন্যহাতি
- বন্যহাতির আক্রমণ
- রাঙামাটি