ফুটবল খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৩ | ০৭:০২ | আপডেট: ০২ জুন ২০২৩ | ০৭:০৩
কিশোরগঞ্জের নিকলীতে ফুটবল খেলার সময় বজ্রপাতে সারওয়ার আলম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের চেত্রা লম্বাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সারওয়ার আলম চেত্রা লম্বাহাটির সাবেক ইউপি সদস্য শাহ আলমের বড় ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিতে বাড়ির পাশের মাঠে ছেলেরা ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ওই কিশোর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।