ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৯:১২

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে জ্বরে আক্রান্ত হয়ে মো. ইমন (৪) নামে ওই শিশুর মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ এলাকায় শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত হয়ে মো. হাবীব (২) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছিলো। মৃত ইমন উপজেলার চরমার্টিন এলাকার নুরুল আমিনের ছেলে।

এদিকে, মৃত শিশুর শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তার মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছে। পরে লকডাউন করে দেওয়া হয়েছে তার বাড়ির ছয় পরিবারকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, শিশু ইমনের চারদিন আগে জ্বর দেখা দেয়। শুক্রবার বিকেলে জ্বর বেড়ে গেলে তাকে প্রথমে লক্ষ্মীপুর এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় শিশুটি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কি-না তা নিশ্চিত হতে মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে এবং শিশুটির বাড়ির ছয়টি পরিবার লকডাউনে রাখা হয়েছে। 

আরও পড়ুন

×