কোরবানির হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ায় গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই তরুণ। ছবি: সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৩:২৮ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১৩:৫৩
মাদারীপুরের শিবচরে কোরবানির হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার কাবিলপুর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) এবং দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদারীপুরে কোরবানির হাটগুলোতে জাল নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তরুণদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এইচ এম মো. সালাউদ্দিন বলেন, মঙ্গলবার শিবচর থানায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।