ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অস্ত্র নিয়ে মহড়া

সিলেটের সেই আফতাবের প্রার্থিতা বাতিল

সিলেটের সেই আফতাবের প্রার্থিতা বাতিল

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া। ছবি-সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ২১:২২ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ২১:২২

সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতার হোসেন খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং এবারের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। 

বুধবার শুনানি শেষে ইসি তাঁর প্রার্থিতা বাতিল করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ায় প্রার্থিতা বাতিল করা হয় বলে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম শুনানি শেষে সাংবাদিকদের জানান। 

গত ৬ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহর বাসার সামনে সাত-আটটি মোটরসাইকেলে ২০-২৫ জন যুবক মহড়া দেয়। এ সময় মোটরসাইকেল থেকে এক যুবক সাঈদের বাসার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ভীতি প্রদর্শন করে। 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মহড়ায় অংশ নেওয়া যুবকদের সঙ্গে আফতাবও ছিলেন। গত ৭ জুন নির্বাচন কমিশনে অভিযোগ ও এয়ারপোর্ট থানায় মামলা করেন সাঈদ। এ ঘটনায় ইসি গত সোমবার কাউন্সিলর আফতাব হোসেন খানকে নোটিশ করে।

নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঈদের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে ঘটনার সত্যতা পান।

আরও পড়ুন

×