রাজবাড়ীতে হঠাৎ বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বাস ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৩:৩৯ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৩:৩৯
রাজবাড়ী-ঢাকা রুটে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে ধর্মঘট ডেকেছে রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রুপ। শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া বাস ধর্মঘটের কারণে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, যশোর, চুয়াডাঙ্গা, খুলনাসহ আটটি রুটে বাস চলাচল করে। ধর্মঘটের কারণে এসব রুটে গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অধিক টাকা খরচ করে মাহিন্দ্র ও অটোরিকশা দিয়ে কম দূরত্বে যেতে পারছেন। যাঁরা দূরে যাচ্ছেন, তাঁরা ভেঙে ভেঙে যাচ্ছেন।
জানা গেছে, ফরিদপুরের করিম গ্রুপের বাস গোল্ডেন লাইন বৃহস্পতিবার থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চালানো শুরু করে। শুক্রবার সকালে রাজবাড়ীতে গোল্ডেন লাইনের একটি বাস আটকে দেওয়া হয়। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ বিষয়টি জেনে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব বাসের কাউন্টার বন্ধ করে দেয়। রাজবাড়ী বাস মালিক কর্তৃপক্ষ বিষয়টি জেনে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেয়। এ কারণে শুক্রবার রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল।
শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ছোট ছোট যানে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
সদর উপজেলা এলাকার বাসিন্দা শেফালী বেগম বলেন, ঢাকায় তাঁর ভাইয়ের বাসায় যাচ্ছেন আম নিয়ে। মুরগির ফার্মে এসে জানতে পারেন, ঢাকায় বাস যাচ্ছে না। এখন বিকল্প উপায়ে যাওয়া ছাড়া উপায় নেই।
পাবনা থেকে রাজবাড়ী এসেছেন মো. সেলিম। যাবেন ফরিদপুরে। তিনি বলেন, রাজবাড়ী এসে ধর্মঘটের কথা জানতে পারি। ব্যাটারিচালিত রিকশায় ভাড়া চাইছে ১০০ টাকা। বাধ্য হয়ে যেতে হবে।
এক জেলার বাস অন্য জেলার ওপর দিয়ে চালাতে হলে অনুমোদনের প্রয়োজন আছে বলে জানিয়েছেন রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লিটন। তিনি বলেন, গোল্ডেন লাইন কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা বা যোগাযোগ না করেই রাজবাড়ী থেকে ঢাকা রুটে বাস চালানো শুরু করে দেয়। এ কারণে বাসটি তারা ফেরত পাঠান। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ ঢাকা থেকে বাস চলাচলে বাধা দেয়। গোল্ডেন লাইনের বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলের প্রতিবাদে তাঁরা শুক্রবার ঢাকার বাস চলাচল বন্ধ রেখেছিলেন। শুক্রবার রাতে জেলা প্রশাসকের আশ্বাসে তাঁরা গতকাল সকালে বাস চলাচল শুরু করেছিলেন। পরে তাঁরা জানতে পারেন, গোল্ডেন লাইনের বাস চলছে। এ জন্য জেলাজুড়ে ধর্মঘট ডেকেছেন তাঁরা।
গোল্ডেন লাইনের ম্যানেজার রেজাউল করিম বাচ্চু বলেন, আমাদের পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন গাবতলী থেকে। তাঁরা সংগঠনের মাধ্যমে ট্রাই (চেষ্টা) করেছেন। যেখানে আবেদন করার দরকার, সেখানে আবেদন করেছেন। তাঁরা গাড়ি ছাড়বেন কুষ্টিয়া থেকে, রাজবাড়ী থেকে নয়। পরিবহন সংগঠনের মাধ্যমে কুষ্টিয়া, রাজবাড়ীর পরিবহন মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে তাঁদের। রাজবাড়ী জেলায় তাঁদের কাউন্টার নেই। কাউন্টার বন্ধ করেছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এখানে তাঁদের সম্পৃক্ততা নেই।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষ ঢাকায় রওনা হয়েছে। এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করেন তিনি।