শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিল বিএনপি

বিএনপির ১৯ দফা কর্মসূচির ওপর পরীক্ষা শেষে পুরষ্কার বিতরণ করা হয়- সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৬:৪২
বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট করতে বগুড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের দলটির ১৯ দফা কর্মসূচির ওপর পরীক্ষা নেওয়া হলো। শনিবার জেলার গাবতলী উপজেলার রেলঘুন্টি-সংলগ্ন আইডিয়াল স্কুলে এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেয়।
সকাল ১০টা থেকে প্রথমে লিখিত পরীক্ষা এবং এরপর হয় মৌখিক পরীক্ষা। পরীক্ষা শেষে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজক ছিলেন বিএনপি নেতা ও গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সবাই বিএনপি পরিবারের সন্তান।
বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যাতে বিএনপির ১৯ দফা সম্পর্কে জানতে পারে এ জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. ইউনুস আলী, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান আতিক, সাবেক সভাপতি ছাবেদ আলী প্রমুখ।