ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সরেজমিন: নারায়ণগঞ্জ সিটির ৭ নম্বর ওয়ার্ড

নালার পানিতে সয়লাব অলিগলি

নালার পানিতে সয়লাব অলিগলি

সিদ্ধিরগঞ্জের মধ্য কদমতলী এলাকায় শনিবার সড়কে পানি মাড়িয়ে যাচ্ছে এক কিশোর- সমকাল

শাহজাহান জনি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৮:০০

সব বাসাবাড়ি থেকে নোংরা পানি বের করার রাস্তা যুক্ত আছে সিটি করপোরেশন নির্মিত নালায়। তবে এসব নালার পানি ডিএনডির (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) শাখা খালে নামতে পারছে না। কারণ খালগুলো কচুরিপানা, লতাপাতায় ভরে আছে। ফলে নালা ছাপিয়ে নোংরা পানিতে তলিয়ে যাচ্ছে সড়ক। কথাগুলো সিদ্ধিরগঞ্জের মধ্য কদমতলীর বাসিন্দা রাহিমা বেগমের। ওই এলাকাটি পড়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে।

ওই ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা নালার নোংরা পানিতে সয়লাব। গতকাল শনিবার দুপুরে কদমতলী মধ্যপাড়া, বায়তুল আশা জামে মসজিদ রোড, খালপাড় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মধ্য কদমতলীর বাসিন্দা নাসরিন বেগমের ছেলেমেয়েরা পড়ে স্কুল-কলেজে। তাদের প্রতিদিনই পচা পানি মাড়িয়ে বের হতে হয়। অনেক সময় বাসা থেকেই বের হতে চায় না বলে জানান এই গৃহবধূ। নাসরিন আরও জানান, আশপাশের অনেকেই পানিবাহিত নানা রোগে আক্রান্ত।

বায়তুল আশা জামে মসজিদে জোহরের নামাজ পড়তে যাচ্ছিলেন ওই সড়কের বাসিন্দা আব্দুল হক। তিনি বলেন, ‘বাসা থেকে অজু করে মসজিদে নামাজ পড়তে আসি। ড্রেনের ময়লা পানি ভেঙে নামাজ পড়লে তা কতটুকু সহি হয়, জানি না।’ এ অবস্থা কত দিন চলবে তাও জানেন না তিনি। আব্দুল হক আরও বলেন, পচা পানির কারণে দুর্ভোগে ভুগছেন এলাকার হাজারো বাসিন্দা। অনেকেই বাধ্য হয়ে এ এলাকার ভাড়া বাসা ছাড়ছেন।

একই সড়কের ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ময়লা পানিতে সড়ক ডুবেই আছে। এর মধ্যে যদি এক পশলা বৃষ্টি হয়, তখন ওই সড়কের পানি আর নামতে পারে না। ফলে সড়কটি দু-তিন ফুট পানিতে ডুবে থাকে। তখন নৌকা ছাড়া চলাচলের উপায় থাকে না।

স্থানীয় অন্য এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিএনডি খাল ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে গেছে। যে কারণে আবাসিক এলাকায় যেসব নালা আছে, সেখান থেকে পানি খালে যেতে পারছে না। সিটি করপোরেশনের তৈরি করা এসব নালাও খালের তুলনায় নিচু। ফলে উল্টো বৃষ্টি হলে খাল থেকে পানি উপচে এলাকায় ঢুকে জলাবদ্ধতা দেখা দেয়।

ওই ব্যক্তির কথাই প্রতিধ্বনিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপনের কণ্ঠে। তিনি বলেন, ২০১৪ সালে ওই এলাকার রাস্তা ও নালা তৈরি করা হয়। তখন লেভেল মেইনটেন করা হয়নি। ডিএনডি খালের চেয়ে রাস্তা ও নালা নিচু হয়ে গেছে। ফলে নালার পানি খালে যেতে না পেরে উপচে রাস্তায় পড়ছে।

এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে নিচু সড়ক ও নালা দুই ফুট করা প্রয়োজন বলেও মনে করেন মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, এসব বিষয় জানিয়ে সিটি মেয়রের কাছে আবেদন করেছেন।

আরও পড়ুন

×