তারুণ্যের সমাবেশে মোবাইল চুরি, ৩ যুবককে পিটুনি

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১০:৫৮ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১১:০৮
রাজশাহী-রংপুর বিভাগের ১৬ জেলার তারুণ্যের সমাবেশ চলাকালে সোমবার দুপুরে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ঢাকার শান্তিবাগ এলাকার মোস্তফার ছেলে মো. লিটন (৪০) ও সিরাজগঞ্জ সদরের চরপাড়ার কালামের ছেলে শফিকুর রহমান (৪২)। বাকি একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশে অংশ নেওয়া ১২ নেতাকর্মীর মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে বগুড়ার আদমদিঘী উপজেলার ছাত্রদল কর্মী শাহরিয়ার তালুকদার, যুবদল কর্মী মিনহাজুল ইসলাম, শিবগঞ্জের যুবদল কর্মী মেহেরুল ইসলাম, রাজশাহীর বাঘমারার যুবদল কর্মী মামুনুর রশিদ ও গোদাগাড়ীর স্বেচ্ছাসেবকদল কর্মী ইব্রাহিম খলিলের নাম জানা গেছে। আর বাকি ৭ জনের পরিচয় পাওয়া যায়নি।
সমাবেশে অংশ নেওয়া আদমদিঘী উপজেলার ছাত্রদল কর্মী জিহাদ তালুকদার জানান, সমাবেশ শুরুর কিছুক্ষণ পর মোবাইল চুরির সময় ওই ৩ জনকে হাতেনাতে ধরা হয়। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) হরিদাস মন্ডল জানান, সমাবেশে আসা অনেকেই মোবাইল হারানোর অভিযোগ করেছেন। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।