বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

নগরীতে বিক্ষোভ মিছিল করা হয় - সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৪:৫০ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১৪:৫০
বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে সারাদেশ আজ ভয়াবহ লোডশেডিংয়ের মুখে পড়েছে। দেশের সংকট এখন শুধু বিদ্যুৎ-জ্বালানি খাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। বৈশ্বিক বাজারে সব পণ্যের দাম কমলেও দেশে কমছেন না। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করছে। এসব সংকট উত্তরণের জন্য দেশে রাজনৈতিক পরিবর্তন আনতে হবে। সরকার তার গোষ্ঠী স্বার্থ উদ্ধারে দায়মুক্তি আইন করে সবাইকে জবাবদিহিতার বাইরে রেখে সমস্ত লুটপাটকে বৈধতা দিয়েছে। এই দায়মুক্তি আইন অবিলম্বে বাতিলের দাবি জানান বক্তারা।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আরিফুর রহমান মিরাজ, মো. কবির, জাবের মোহম্মদ, হাছিব আহমেদ, ছাত্র ফেডারেশনের রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।