সাংবাদিক হত্যা-নির্যাতনে জড়িতদের শাস্তির দাবি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৮:০০
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পলি হাসানের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসব ঘটনায় বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কেন্দুয়া উপজেলার সাংবাদিক সমাজ। গতকাল মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেস ক্লাব সদস্য সাংবাদিক রাখাল বিশ্বাস, মামুনুর রশিদ মামুন, শাহ্ আলম তালুকদার, মহিউদ্দিন সরকার, রুকন উদ্দিন, সৈয়দ মুখলেছুজ্জামান ও মানবাধিকার কর্মী মামুনুল কবীর খান হলি। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞা।
কর্মসূচিতে সাংবাদিক হত্যার বিচার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে বলেন, এ স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন তিনি।
- বিষয় :
- সাংবাদিক হত্যা
- শাস্তির দাবি