কুমিল্লা মেডিকেলে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

পারুল আক্তার। ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ২১ জুন ২০২৩ | ১৬:৫৯
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ পারুল আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় বুধবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পারুল আক্তার কুমিল্লার বরুড়া উপজেলার মোগগাও গ্রামের কৃষক মোস্তফা কামালের স্ত্রী।
পরিবারের অভিযোগ, গত সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম দেন পারুল। আধঘণ্টা পর হঠাৎ তার পেট ফুলে যায়। পরে তাকে আবারও অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখান থেকে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার তিনি মারা যান।
বুধবার দুপুরে পারুলের স্বামী জানান, অস্ত্রোপচারের সেলাই খুলে ডাক্তার ও নার্সরা পানি ঢেলে ওয়াশ করেছিলেন। কী কারণে করেছিলেন তা জানি না। পরে আবারও সেলাই করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন চিকিৎসক বলেন, পারুলের অস্ত্রোপচারের কথা ছিল হাসপাতালের গাইনি ইউনিটের প্রধান শিরিন আক্তারের। কিন্তু অস্ত্রোপচার করেন সহকারী রেজিস্ট্রার আফরোজা খানম।
এ বিষয়ে গাইনি ইউনিটের প্রধান ডা. শিরিন আক্তার বলেন, যিনি অস্ত্রোপচার করেছেন, তিনি আমার সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ। তিনি আমার সিও। সাধারণত এই ধরনের অপারেশনগুলো তারাই করেন। আমরা চেষ্টা করেছি রক্তপাত বন্ধ করার, কিন্তু তাকে বাঁচানো যায়নি।
এদিকে স্বজনদের অভিযোগের ভিত্তিতে বুধবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান, কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাফিলতির প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।