ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৩ | ০৩:৩১ | আপডেট: ২২ জুন ২০২৩ | ০৩:৩১

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নার্গিস আক্তার (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ছেলে মেহেদী হাসান (২৪) তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘরিসার বাজারের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত নার্গিস ঘরিসার বাজারের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী।

স্থানীয়রা জানান, উপজেলার ঘরিসার বাজারে সেলিম মাঝির একটি দোকান রয়েছে। ওই দোকানের পাশে এক বাড়িতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন তিনি। বুধবার সন্ধ্যায় মেহেদী তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত নার্গিস আক্তারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় স্বজনরা মেহেদীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সন্তান তার মাকে কুপিয়ে আহত করেছেন এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যে ওই মায়ের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও নিহত নার্গিসের স্বজনেরা ওই ছেলেকে আটক করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত মেহেদী কেন তার মাকে কুপিয়ে হত্যা করেছেন, এখনো বোঝা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন

×