ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাইবান্ধা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

গাইবান্ধা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

মোছা. শ্যামলী আক্তার। ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ০৬:১৪ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ০৬:১৪

গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লুদমিলা পারভীন ছন্দা ও সাধারণ সম্পাদক মাহামুদা পারুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোছা. শ্যামলী আক্তার জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু তিনি দলকে ব্যবহার করে নিজ স্বার্থ চরিতার্থের জন্য বেপরোয়াভাবে দলের গঠনতন্ত্রবহির্ভূত কার্যকলাপে লিপ্ত হওয়ায় মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখাসহ সংগঠনের সব পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

আরও পড়ুন

×