বৃদ্ধা মাকে যাত্রী ছাউনিতে ফেলে গেছে সন্তানরা

হাসপাতালের বিছানায় হারিছা বেগম- সমকাল
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ২২:৫০
বয়সের ভারে চলতে পারেন না ৮৫ বছরের বৃদ্ধা হারিছা বেগম। ঠিকমতো কথাও বলতে পারেন না। রাজবাড়ীর বালিয়াকান্দির ওয়াপদা মোড়ের যাত্রী ছাউনিতে গত শুক্রবার সারাদিন পড়ে ছিলেন তিনি। কোনোমতে নিজের নাম এবং স্বামী আর দুই সন্তানের নাম বলতে পেরেছেন। তিনি বলছিলেন, ছেলেরাই এটা করেছে। দুই ছেলে তাঁকে এখানে ফেলে রেখে চলে গেছে।
নাম বলতে পারলেও হারিছা বেগমের আর কোনো কথা তেমন বোঝা যায় না। তাঁর কাছে যিনিই যাচ্ছেন, কেঁদে কেঁদে একই কথা বারবার বলছেন। দুটি চোখের দৃষ্টিও ঝাপসা। পরে তাঁর ঠিকানা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃদ্ধার ভাষ্য, তাঁর বাড়ি ফরিদপুরে। স্বামীর নাম মৃত আরব আলী। দুই সন্তান আবদুল হোসেন ও আলমগীর হোসেন।
স্থানীয়রা জানান, ওয়াপদা মোড়ের যাত্রী ছাউনিতে শুক্রবার ভোরে স্থানীয়রা হারিছা বেগমকে দেখতে পান। সারাদিন তিনি সেখানেই পড়ে ছিলেন। স্থানীয়রা তাঁকে দুপুরের খাবারও দেন। সন্ধ্যায়ও তিনি সেখানেই ছিলেন। তখন গণমাধ্যমকর্মীদের খবর দেন তাঁরা। পরে স্থানীয় সাংবাদিকরা তাঁর সঙ্গে কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্ধান চেয়ে প্রচার চালান।
রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে বিষয়টি জানানো হয়। তিনি তাৎক্ষণিক বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। ঠিকানা বলতে না পারায় তিনি সেখানেই রয়েছেন।
স্থানীয় সাংবাদিক গোলাম মোর্তবা রিজু, তনু সিকদার সবুজ ও মাইক্রোবাসের চালক সাদ্দাম হোসেন জানান, বৃদ্ধা বারবার বলছেন, তাঁর দুই ছেলে তাঁকে ফেলে রেখে গেছে। ফরিদপুর ছাড়া আর কোনো জায়গার নাম বলতে পারছেন না তিনি। ফলে আত্মীয়স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, হারিছা বেগমের বয়স অনেক বেশি। তাঁর শরীর বেশ দুর্বল। স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁর নিয়মিত খোঁজ রাখা এবং তথ্য দিতে সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে।