ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভিজিএফের চাল চাওয়ায় বৃদ্ধকে পেটানোর অভিযোগ

ভিজিএফের চাল চাওয়ায় বৃদ্ধকে পেটানোর অভিযোগ

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৮:০০

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে ভিজিএফের চাল চাওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাঁর ছোট ভাই ওই বৃদ্ধকে মারধর করেন বলে জানা গেছে। গত শুক্রবার বিকেলে ইউনিয়নের অভয়নীল গ্রামের কাজীবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 অভিযুক্ত মো. সরোয়ার কাজী সিদ্ধকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর ছোট ভাই সাইদুল কাজী। ভুক্তভোগী বৃদ্ধ একই গ্রামের মো. আলতাফ হোসেন হাওলাদার (৭০)।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সিদ্ধকাঠি ইউনিয়নে ২ হাজার ২৮০ পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ১০ কেজির ৩০টি স্লিপ পান। ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের ভাগ থেকে স্লিপ চাওয়ায় তর্কবিতর্কের এক পর্যায়ে সরোয়ার ও সাইদুল বৃদ্ধকে কিল-ঘুসি মেরে মাটিতে ফেলে দেন।

আলতাফ হোসেন জানান, তিনি আওয়ামী লীগ করেন এটি সবাই জানে। তাঁকে গত দু-তিন বছর ঈদে ভিজিএফের চাল দেওয়া হয় না। কী কারণে দেওয়া হচ্ছে না– জানতে চাওয়ায় অভিযুক্ত দুই ভাই মেরে রাস্তায় ফেলে দিয়েছে। বাড়ির লোকজন না ধরলে তারা তাঁকে মেরে ফেলত বলে অভিযোগ বৃদ্ধের।

এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার কাজী বলেন, চেয়ারম্যানের মাধ্যমে দলীয়ভাবে তিনি ও সভাপতি ৩০টি স্লিপ পেয়েছেন। বৃহস্পতিবার চাল বিতরণ করা হয়েছে। আলতাফ হোসেন চাল না পেয়ে বাড়ি এসে গালাগাল করেন। এরপরও তিনি তাঁকে মারেননি; ছোট ভাই চড়-থাপ্পড় মেরেছে। এ ঘটনায় বৃদ্ধের মেয়ে ঝাড়ু নিয়ে ধাওয়া করেছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

তবে নানাভাবে চেষ্টা করেও সাইদুল কাজীর বক্তব্য জানা সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জেসমিন আক্তার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে সাধারণ সম্পাদক সরোয়ার মারেননি, তাঁর ছোট ভাই সাইদুল মেরেছে।

আরও পড়ুন

×