২৭ মণ গরুর সঙ্গে এক মণের ছাগল ফ্রি

খুলনায় এক মণ ওজনের এই ছাগল ফ্রি দেওয়া হবে পাশের গরুটি কিনলে। নগরীর জোড়াগেট হাট থেকে তোলা- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ১৮:০০
খুলনায় কোরবানির পশুর ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে নগরীর জোড়াগেট হাট। এখানে একটি বিশেষ গরুর সঙ্গে মস্ত বড় ছাগল ফ্রি দেওয়ার কথা মাইকে জোর গলায় প্রচার করা হচ্ছে। কালচে, লাল ও সাদা বর্ণের গরুটির নাম ‘শান্ত’। ২৭ মণ ওজনের পশুটির সঙ্গে এক মণ ওজনের লাল রঙের ছাগল উপহার হিসেবে দেবেন এর মালিক। গতকাল সোমবার বিকেলে শান্তকে দেখার জন্য ওই বাজারে ভিড় করেন ক্রেতা-দর্শনার্থীরা।
গরুর মালিক বাগেরহাট সদরের কাপুড়পুড়া এলাকার মুরাদ খান বলেন, গরুটি খুবই শান্ত স্বভাবের। চার বছর বয়সী শান্তকে তিন বছর আগে কিনে আনি। তখন থেকে বাড়ির গোয়ালে সন্তানের মতো লালনপালন করেছি। এর ওজন এখন ২৭ মণ। একই গোয়ালে আড়াই বছর ধরে পালন করছি লাল রঙের ছাগলটিও। এর ওজন প্রায় এক মণ। দুটি পশুকে একজনের হাতেই দিতে চাই। এ জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছি। শান্তর দাম ১০ লাখ টাকা হাঁকিয়েছি। এখন পর্যন্ত সাত লাখ টাকা উঠেছে। ৯ লাখ টাকা পেলেও গরুটি ছেড়ে দিতে পারি।
খুলনা সিটি করপোরেশন পরিচালিত এই হাটের কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২২ জুন কোরবানির পশু বেচাকেনা শুরু হয়। গতকাল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এখানে ১৭০টি গরু ও ছাগল বিক্রি হয়েছে। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৫৬০ টাকা।
- বিষয় :
- ঈদুল আজহা ২০২৩
- গরু
- ছাগল
- গরুর সঙ্গে ছাগল ফ্রি