বেদে সম্প্রদায়ের ওপর হামলা, আহত ১২

ফাইল ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ২১:৫৫ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ২১:৫৫
মুন্সীগঞ্জে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বেদে সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ১২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলা ঘাটে এ হামলার ঘটনা ঘটে।
আহতেরা হলেন– বজলুর রহমান, তপন মাহমুদ, আঁখি, নূপুর, বিউটি, রহিম সওদাগর, সাথী আক্তার, ফরিদা বেগম, সুমি বেগম, বিউটি বেগম ও মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে রহিম সওদাগরকে ইট দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়েছে।
আহত সবাই রিকাবীবাজার বেদেপল্লির বাসিন্দা। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেদে সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় মিরকাদিম পৌরসভার কমলাঘাট মাঠে বেদে সম্প্রদায়ের শিশুরা ফুটবল খেলছিল। সে সময় এখানকার নৈদিঘিরপাথর এলাকার ১০-১২ যুবক মাঠে এসে ফুটবল খেলা বন্ধ করে দেয়। বেদে সম্প্রদায়ের নাজমুল (৯) মোবাইল ফোন চুরি করেছে অভিযোগে তাকে মারধর করতে থাকে যুবকরা। এতে বেদে সম্প্রদায়ের লোকজন বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।
রিকাবীবাজার বেদেপল্লির বাসিন্দা মোহাম্মদ আলী জানান, মিরকাদিম কমলাঘাট নৌকা সমিতির নেতা জিল্লুর ছেলে মো. বিরাটের নেতৃত্বে ২০-২৫ জন বেদেপল্লিতে আসে। শিশুদের মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ২-৩ শিশুকে উঠিয়ে নিতে চাইলে বাধা দেওয়া হয়। তখন জিল্লুর ছেলে বিরাটসহ সন্ত্রাসীরা হামলা চালায়। তারা মারধর করে ১৪-১৫ জনকে আহত করেছে।
বেদেপল্লির বাসিন্দা জুলহাস মিয়া বলেন, দুপুরের দিকে খেলার মাঠে এক লোকের মোবাইল ফোন হারিয়ে যায়। এর দায় চাপায় বেদেপল্লির শিশু নাজমুল হাসানের ওপর। ওই শিশুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে শিশুটি মোবাইল ফোন নেয়নি বলে জানায়। এ সময় শিশু নাজমুলের ফুফু সুমি আক্তার প্রতিবাদ করলে তাঁকে ধাক্কা দেয় হামলাকারীরা। হঠাৎ নৈদিঘিরপাথর এলাকা থেকে জিল্লুর ছেলে বিরাট দলবল নিয়ে হামলা চালায়।
ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা। এ কারণে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ‘বেদে সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- মুন্সীগঞ্জ সদর
- বেদে সম্প্রদায়
- হামলা
- মোবাইল চুরি