ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রতিহিংসামূলক রাজনৈতিক আচরণ দেশের পুরনো সংস্কৃতি: মেয়র খালেক

প্রতিহিংসামূলক রাজনৈতিক আচরণ দেশের পুরনো সংস্কৃতি: মেয়র খালেক

টাউন হল সভায় বক্তব্য দেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক - সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৪:২৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৪:৩৫

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রতিহিংসামূলক রাজনৈতিক আচরণ এই দেশের পুরনো সংস্কৃতি। এর ভুক্তভোগী আমিও। কিন্তু আমরা দায়িত্বে আসার পর খুলনায় সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান তৈরির চেষ্টা করে যাচ্ছি। আন্দোলনের নামে বিরোধীদল সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা না করলে এই শান্তি অব্যাহত থাকবে।

সোমবার সকালে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআরআই ও ইউএসএআইডি’র সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি’ প্রকল্পের পক্ষ থেকে এই টাউন হল সভার আয়োজন করা হয়।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়রুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, যুগ্ম-আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসা, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ ও আইআরআই-এর গভর্নেন্স স্পেশালিস্ট সাইফ উদ্দিন আহমেদ।

সিটি মেয়র বলেন, খুলনাকে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ থাকতে হবে। নাগরিকদের অসচেতনতা এই প্রচেষ্টা বাস্তবায়নের পথে বড় অন্তরায়। নাগরিক সচেতনতা সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর পাঁচটি শহরকে ‘হেলদি সিটি’ ঘোষণা করেছে। তার মধ্যে খুলনা একটি এবং এশিয়া মহাদেশে তা একমাত্র। খুলনাকে হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্ভব সবকিছু করা হবে বলে জানান তিনি।

আলোচনায় অংশ নেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, নাগরিক নেতা অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া, শিক্ষক নেতা প্রদীপ কুমার সাহা, মানবাধিকার নেতা অ্যাডভোকেট অশোক কুমার সাহা ও অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সাংবাদিক শেখ আবু হাসান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সোহরাব হোসেন, গাজী মনিরুজ্জামান, প্রবীর বিশ্বাস, নারী উদ্যোক্তা অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, তৃণমূল নারীনেত্রী বুলু রায় গাঙ্গুলী, অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক নাসরিন হায়দার, উন্নয়নকর্মী মাহবুবুর রহমান মোহন প্রমুখ।

আরও পড়ুন

×