কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ০৭:৪৯ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ০৮:২৩
চট্টগ্রামের বাঁশখালীতে কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে বজলুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত নুরুল আজিজ পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করেছে পুলিশ।
ছুরিকাঘাতে আহত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বজলুল হক এলাকার মৃত আবুল বশরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গন্ডামারা বাজারের একটি চায়ের দোকানে মঙ্গলবার সাড়ে ৯টার দিকে কথা-কাটাকাটির জেরে বজলুল হককে ছুরিকাঘাত করে একই এলাকার নুরুল আজিজ। তাঁদের মধ্যে আগে কোনও বিরোধ ছিল না বলে জানান স্থানীয়রা।
গন্ডামারা বাজারে বজলুল হকের একটি মুদির দোকান রয়েছে। তাঁর পরিবারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। এরমধ্যে এক ছেলে দুবাই এবং আরেক ছেলে আফ্রিকায় রয়েছেন বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/টিআর/
- বিষয় :
- হত্যাকাণ্ড
- ছুরিকাঘাত
- চট্টগ্রাম
- বাঁশখালী