খুলনায় তারুণ্যের সমাবেশে বড় শোডাউনের প্রস্তুতি

খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ১৮:০০
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী সমাবেশে যেতে বাধা দিলে তা প্রতিহতের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। গণপরিবহন চালু রাখতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলা হবে। এর পরও বাস বন্ধ থাকলে ট্রাক, পিকআপ, মাইক্রোবাসে সমাবেশে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১০ জেলার নেতাকর্মীর বড় অংশ আগের দিন রাতের মধ্যে খুলনা নগরীতে পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি, ছাত্রাবাস ও আবাসিক হোটেলে অবস্থান নেবে। সমাবেশের দু’এক দিন আগে গ্রেপ্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। সমাবেশের দিন সবাইকে দল বেঁধে আসতে বলা হয়েছে।
খুলনা মহানগর যুবদল সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, নগরীর সোনালী ব্যাংক চত্বরে তারুণ্যের সমাবেশ হবে। এ বিষয়ে চিঠি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে ১ লাখ নেতাকর্মী জমায়েত করতে থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, এ সমাবেশকে তারা ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে দেখছেন। যে কোনো মূল্যে অন্যান্য বিভাগীয় সমাবেশের চেয়ে বড় জমায়েত করা হবে খুলনায়।
এদিকে, তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অনুসারীরা। ২০২১ সালের ডিসেম্বরে তাদের বাদ দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হলে দুই প্রভাবশালী নেতাই দলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। তবে গত সোমবার নগরীর হাজী মহসীন রোডে মনির ব্যক্তিগত কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। সেখানে সমাবেশের দিন সকাল ১০টায় নগরীর শিববাড়ী মোড়ে অনুসারীদের জমায়েত হতে বলা হয়েছে।
- বিষয় :
- বিএনপি
- তারুণ্যের সমাবেশ
- শোডাউন
- ছাত্রদল
- যুবদল