ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ধর্ষণ ও হত্যা মামলায় নারীসহ সাতজনের যাবজ্জীবন

ধর্ষণ ও হত্যা মামলায় নারীসহ সাতজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ০৯:২২ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ০৯:৪২

রাজবাড়ীতে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় এক নারীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ীর পাংশা উপজেলার জিয়েলগাই গ্রামের ওমর আলী প্রামাণিকের ছেলে রঞ্জুর হোসেন, আনছার দাইয়ের ছেলে রফিকুল ইসলাম, জসিম সরদারের ছেলে মাসুদ রানা, গহর প্রামাণিকের ছেলে দেলোয়ার হোসেন, আফতাব উদ্দিনের ছেলে আশরাফ এবং কুষ্টিয়ার চরআমলাপাড়া গ্রামের গুলাই প্রামাণিকের স্ত্রী জয়গুন বেগম। তাদের মধ্যে রঞ্জুর হোসেন ও আশরাফ পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশার হাবাসপুর ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে আমেনা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই আব্দুস সালাম পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার তদন্তে বেরিয়ে আসে আমেনা খাতুনকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। 

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাভোকেট সাইফুল হক জানান, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে এবং ধর্ষণে সহযোগিতার জন্য একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে তারা সন্তুষ্ট।

আরও পড়ুন

×