কর্ণফুলীর তীর রক্ষায় পার্ক-মাঠ নির্মাণের উদ্যোগ

পার্ক ও মাঠের জন্য জেলা প্রশাসনের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে চসিক মেয়র। ছবি-সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ২১:২৬ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ২১:২৬
দখল-দূষণে বিপর্যস্ত কর্ণফুলীকে নবরূপ দিতে ও দখলদারদের থেকে এর তীর রক্ষায় নদীপাড়ের উন্মুক্ত জায়গায় পার্ক ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জেলা প্রশাসন।
বুধবার চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী কর্ণফুলী নদীর ফিরিঙ্গীবাজার এলাকায় পার্ক ও মাঠের জন্য জেলা প্রশাসনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চসিক মেয়রকে নদী তীরবর্তী খাসজমিতে পার্ক ও মাঠ নির্মাণে সহযোগিতার আহ্বান জানান।
মেয়র রেজাউল করিম বলেন, ‘জেলা প্রশাসনের খাসজমিতে কর্ণফুলী নদীকে সুরক্ষিত রেখে এর সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগির কর্ণফুলী তীরবর্তী এলাকায় বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ নির্মাণ হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনকে চসিক সর্বাত্মক সহযোগিতা করবে।’
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘চট্টগ্রামের লাইফলাইন কর্ণফুলী নদীকে নবরূপ দিতে ও এর তীর রক্ষার জন্যই পার্ক ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের খাসজমি থাকলেও অর্থ নেই। তাই মেয়রকে নদী তীরবর্তী এলাকায় পার্ক ও মাঠ করে দিতে আহ্বান জানিয়েছি। তিনি এ ব্যাপারে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর ফলে কর্ণফুলীর বিভিন্ন তীরে দখলে থাকা স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্ভব হবে। পার্ক ও মাঠ নির্মাণের ফলে সাধারণ মানুষের বিনোদনের পাশাপাশি তরুণ প্রজন্মের খেলাধুলার আগ্রহও বহু গুণ বাড়বে।'
- বিষয় :
- পার্ক
- খেলার মাঠ
- চসিক
- জেলা প্রশাসন