কাঙাল হরিনাথের প্রেস জাদুঘরে হস্তান্তরে চুক্তি

কাঙাল হরিনাথ মজুমদারের প্রেসের রক্ষণাবেক্ষণ করছেন হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী গীতা মজুমদার
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ০৭:৫৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ০৭:৫৯
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত
এম এন প্রেসটি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে এক চুক্তি সম্পন্ন হয়েছে।
শনিবার ঐতিহাসিক এ প্রেস মেশিনটি হস্তান্তরের চুক্তিতে স্বাক্ষর করেন হরিনাথ মজুমদারের
চতুর্থ বংশধরের স্ত্রী গীতা মজুমদার ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
রোববার সমকালকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক
মো. কামরুজ্জামান। তিনি জানান, শনিবার বেলা ১১ টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের
বোর্ড সভা কক্ষে প্রেসটি হস্তান্তরে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রেসটি আগামী এক
সপ্তাহের মধ্যে হরিনাথের বাস্তুভিটা থেকে কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার
স্মৃতিজাদুঘরে নিয়ে আসা হবে।
এ বিষয়ে চুক্তিপত্রে ১ নম্বর সাক্ষীর স্বাক্ষর দেওয়া কাঙাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার বলেন, ২০ লাখ টাকার চেক ও জাদুঘরে পরিবারের
দুই সদস্যের চাকুরির বিনিময়ে তাঁর মা প্রেসটি জাদুঘরে হস্তান্তরের চুক্তিনামায় স্বাক্ষর
করেছেন।
চুক্তিপত্রে দ্বিতীয় সাক্ষীর স্বাক্ষরকারী সাংবাদিক কে এম আর শাহীন জানান, ঐতিহাসিক
এ চুক্তিপত্রে স্বাক্ষর করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
কুমারখালী কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা
ওবাইদুল্লাহ বলেন, ২০১৭ সালে জাদুঘরটি চালু হলেও প্রেসটি এখনো কাঙ্গাল হরিনাথের বাস্তুভিটায়।
দর্শনার্থীরা এসেই আগে প্রেসটি দেখতে চান। নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে স্বার্থের
বিনিময়ে ঐতিহাসিক প্রেসটির স্বত্ত্ব হস্তান্তর করেছেন হরিনাথ মজুমদারের বংশধরেরা। খুব
শীঘ্রই জাদুঘরে দেখা যাবে প্রেসটি।
- বিষয় :
- কাঙাল হরিনাথ
- প্রেস হস্তান্তর
- জাতীয় জাদুঘর