নির্বাচন ভণ্ডুল করতে একটি অপশক্তি মাথাচাড়া দিচ্ছে: আ জ ম নাছির

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৩:১৮
আগামী নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই। এতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, সব অপশক্তিকে মোকাবিলা করার শক্তি আমাদের আছে।
রোববার দুপুরে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাঁচা রাস্তার মাথা থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, আমরা চট্টগ্রামের উন্নয়নের জন্য লড়াই করছি। পাশাপাশি নগরীর সাধারণ মানুষের সুযোগ-সুবিধা রক্ষায় সচেষ্ট আছি। আমাদের যাত্রা পথ একটাই; নৌকার যাত্রী হয়ে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন বাচ্চুকে নৌকা প্রতীক দিয়েছেন। বাচ্চু দলের তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার বিজয় তৃণমূলের নেতাকর্মীদের বিজয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, নির্বাহী সদস্য ড. নিছার উদ্দীন মঞ্জু, পাহাড়তলী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।