ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চেকপোস্টে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

চেকপোস্টে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৪:১২ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৪:১২

সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের ধাক্কায় ফয়ছল মাহমুদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ধাক্কা দেওয়া মোটরসাইকেলচালক ও আরোহীকে আটক করেছে পুলিশ।

ফয়ছল মাহমুদের বাড়ি জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। তিনি সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন।

এ ঘটনায় আটক দু’জন হলেন– সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান ও মিসবাহ উদ্দিনের ছেলে সামি।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি এস এম মাইন উদ্দিন জানান, আজ সকাল থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করছিল পুলিশ। দুপুর সাড়ে ১২টায় ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি মোটরসাইকেলকে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক তা অমান্য করে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করেন।

এ সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়ছল মোটরসাইকেল থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে সটকে পড়েন তারা। আহত অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ফয়ছলের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×