ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যেকোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে: প্রিন্স

যেকোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে: প্রিন্স

ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভা।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৭:০০ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৭:০০

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। এক দফা ঘোষণা করা হয়েছে। যেকোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে।’

রোববার বিকেলে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে সরকার জনগণ ও গণতান্ত্রিক বিশ্বকে প্রতিপক্ষ বানিয়ে রাষ্ট্রকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে রাষ্ট্রকে ক্রমাগত দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে।’

আগামী ১৮ জুলাই বিএনপির পদযাত্রায় সকল স্তরের নেতাকর্মীদেরকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ। 

/এইচকে/ 

আরও পড়ুন

×