বড় ভাইকে কুপিয়ে হত্যা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৮:০০
শাসন করায় বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ওমর ফারুক নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরহোসনাবাদের মৃত আঞ্জের ফকিরের ছেলে ওমর ফারুক ফকির এলাকার মানুষের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ত। এ কারণে গতকাল সকাল ১০টায় বড় ভাই মান্নান ফকির তাকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে সে বড় ভাইকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। রক্তাক্ত অবস্থায় মান্নান ফকিরকে দশমিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
নিহতের মা সাহেরা বিবির দাবি, ওমর ফারুক অনেকদিন আগে গাছ থেকে পড়ে বিকারগ্রস্ত হয়ে যায়। এরপর থেকে সে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিল। দশমিনা থানার পরিদর্শক (তদন্ত) অনুপ দাস বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- দশমিনা
- পটুয়াখালী
- কুপিয়ে হত্যা