ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে রেকর্ড ১৪৩ জনের ডেঙ্গু শনাক্ত

চট্টগ্রামে রেকর্ড ১৪৩ জনের ডেঙ্গু শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৪:২১ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১৪:২১

চট্টগ্রামে দৈনিক ডেঙ্গু রোগী শনাক্তে রেকর্ড হয়েছে। নতুন করে এক দিনে ১৪৩ জন আক্রান্ত হয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ। একই সময়ে এ রোগে মৃত্যু হয়েছে ১৪ বছরের এক শিশুর। তার নাম মিসকাত। এ নিয়ে চলতি মাসেই রেকর্ড ১৩ জনের মৃত্যু হলো। শনিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৯২ ও বেসরকারি হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৯২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।  এ ছাড়া আরেক জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, ডেঙ্গুতে মারা যাওয়া মিসকাত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২২ জুলাই পর্যন্ত রেকর্ড ১ হাজার ৪৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 

আরও পড়ুন

×