ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হেলমেট ব্যবহার না করায় ক্রিকেটার তাইজুলকে জরিমানা

হেলমেট ব্যবহার না করায় ক্রিকেটার তাইজুলকে জরিমানা

তাইজুল ইসলাম

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ১৩:১৫

হেলমেট ব্যবহার না করায় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে দুইশ’ টাকা জরিমানা করেছে পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশ বিভিন্ন যানবাহন চেক করছিল। ওই সময় ক্রিকেটার তাইজুল ইসলাম মোটরসাইকেলে নাটোর শহর থেকে নলডাঙ্গা বাজার হয়ে পিপরুলের দিকে যাচ্ছিলেন।

তিনি জানান, তাইজুল হেলমেট না পরার কারণে তাকে মোটরযান অধ্যাদেশের ১৩৭ ধারা অনুসারে দুইশ’ টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলে কর্তব্যরত নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান তাকে জরিমানা করেন।

তাইজুল স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেলমেট বাড়িতে রেখে বিকেলে ঘুরতে বেরিয়েছিলেন। এই অবস্থায় চেকপোস্টে পৌঁছালে তার দুইশ' টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

×