ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মালিকবিহীন ঘোড়া নিয়ে বিপদে গ্রামবাসী

মালিকবিহীন ঘোড়া নিয়ে বিপদে গ্রামবাসী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৫:৪৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১৫:৪৬

নাটোরের গুরুদাসপুরে প্রায় এক মাস ধরে মালিকবিহীন একটি ঘোড়া রাস্তার পাশে বেঁধে রাখা হয়েছে। স্থানীয়রা মাঝেমধ্যে খাবার দিলেও বেশির ভাগ সময় না খেয়ে থাকতে হচ্ছে প্রাণিটিকে। দ্রুত ঘোড়াটি উদ্ধার করা না হলে মারা যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। উপজেলার খুবজীপুর ইউনিয়নের চড়পিপলা গ্রামের আজরাইলের মোড়ে প্রাণিটি বাঁধা রয়েছে।

স্থানীয় পল্লিচিকিৎসক মো. আলামীন জানান, প্রায় এক মাস আগে চড়পিপলা গ্রামের যুবক মোতালেব হোসেন ঘোড়াটি রাস্তার পাশে বেঁধে রাখেন। প্রথমে গ্রামবাসী ভেবেছিল, এটি তিনি কিনেছেন। মোতালেব বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান, পরিবারে কেউ নেই তাঁর। ঘোড়াটি সাত দিন না খেয়ে ছিল। 

এরপর গ্রামের বাসিন্দারা বুঝতে পারেন, ঘোড়ার মালিক নিখোঁজ। সে সময় থেকে স্থানীয়রা মাঝেমধ্যে খাবার দেন। তবে বেশির ভাগ সময় একে না খেয়ে থাকতে হয়। আলামীন বলেন, অবহেলায় দুর্বল হয়ে পড়েছে ঘোড়াটি। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মুন্নাফ হোসেন বলেন, ঘোড়াটি উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনকে জানানো হয়েছে। বেঁধে রাখার পর থেকে এর মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘোড়াটি দ্রুত উদ্ধার করে ভালো কোথাও স্থানান্তর করা জরুরি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার পর বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে ঘোড়াটি উদ্ধার করা যাবে। রাজশাহী বন বিভাগের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর কবির বলেন, ঘোড়াটির ছবি সংগ্রহ করে বিভিন্ন পার্ক কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। দ্রুত প্রাণিটি ভালো জায়গায় স্থানান্তর করা হবে।

আরও পড়ুন

×