নির্যাতনের মামলায় লাপাত্তা ইউপি সদস্য, গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৬:২২ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৬:৫৬
লক্ষ্মীপুরে মো. সুমন নামে এক যুবককে পুলিশ পরিচয় তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামি আব্দুর রহিম লাপাত্তা। আত্মগোপনে থেকেই বাদীকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। তবে বিচারক মুমিনুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন আসামি হলেন- মো. শাহীন (৩২), মো. শাহজাহান (৫৫) ও মামুনুর রশিদ ওরফে মিলন (২৭)।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করছেন বাদী পক্ষের আইনজীবী ইয়াহিয়া সোহাগ। তিনি জানান, আগেও হাইকোর্ট থেকে চার সাপ্তাহের আগাম জামিন নেন আসামিরা। তার মেয়াদ শেষ হওয়ায় আবারও জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মামলার প্রধান আসামি ইউপি সদস্য আবদুর রহিমসহ চার আসামি পলাতক।
ভুক্তভোগী সুমন রামগতিতে উপজেলার চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব চরসীতার আবুল বাশারের ছেলে। কারাগারে পাঠানো আসামিরাও একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আব্দুর রহিম চরবাদাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের বিতর্কিত কমিটির সভাপতি।
জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ এজহারনামীয় আসামিদের সঙ্গে সুমনদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এরই জেরে গত ৭ জুন পূর্ব চরসীতা গ্রামের জমিদারহাট-বেড়িবাঁধ সড়ক থেকে সুমনকে তুলে নিয়ে যায় ইউপি সদস্য আবদুর রহিমসহ কয়েকজন। ভুলুয়া নদীর পাশে ফিরোজ মিয়ার প্রজেক্ট এলাকায় নিয়ে সুমনকে গাছে বেঁধে নির্যাতন চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত ১টার দিকে সুমনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য আব্দুর রহিমসহ ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করেন সুমনের ভাই আবদুল মাজেদ রাজিব।
বাদীর অভিযোগ, প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন প্রধান আসামি আব্দুর রহিম। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।