আদমদীঘিতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৬:৪৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৬:৪৩
বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার বেলা ১১টায় অজ্ঞাতপরিচয়ের ওই কিশোর (১৩) কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কোথাও যাচ্ছিল। ছাতিয়ানগ্রাম রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে মারা যায়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, কিশোরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে।
- বিষয় :
- বগুড়া
- চলন্ত ট্রেন
- কিশোরের মৃত্যু