ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

মুন্সীগঞ্জে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৬:৫৩

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ফজল হক দেওয়ান (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফজল চরমুক্তারপুর গ্রামের নুরু দেওয়ানের ছেলে। অভিযুক্ত মোশারফ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে স্থানীয় মোশারফ হোসেনের সঙ্গে ফজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফজলকে ছোরা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন মোশারফ। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফজলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। বিকেল ৫টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ফজল মারা যান। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, মাদক কারবার নিয়ে চরমুক্তারপুর গ্রামে ফজল ও মোশারফ পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে চরমুক্তারপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফজল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষ মোশারফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার চরমুক্তারপুর গ্রামে আব্দুল্লাহ রাঢ়ী (১৫) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়। ওইদিন বিকেল ৩টার দিকে গ্রামের কামাল দেওয়ানের বাড়ি থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিকেল ৪টার দিকে মো. সাজ্জাদ (১৫) নামে অপর আরেক কিশোরকে পুলিশ আটক করে। একই গ্রামে দুই দিনে দুটি হত্যাকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

×