ঠিকানা পেল ঘোড়াটি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ২২:০৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ২২:০৩
নাটোরের গুরুদাসপুরে প্রায় এক মাস মালিকবিহীন ঘোড়াটি রাস্তার পাশে বেঁধে রাখা হয়েছিল। সেই ঘোড়া পালনের দায়িত্ব নিলেন উপজেলার চাঁচকৈড় বাজারের পোশাক ব্যবসায়ী মো. আসলাম উদ্দিন তপু।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বুধবার ঘোড়াটি তাঁর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, স্থানীয় ইউপি সদস্য মুন্নাফ হোসেন, পল্লিচিকিৎসক আলামিন হোসেন প্রমুখ।
ব্যবসায়ী আসলাম উদ্দিন বলেন, ‘আমার বাড়িতে আরও দুটি ঘোড়া রয়েছে। শখের বশে আমি ঘোড়া পালন করি। সমকালে মালিকবিহীন ঘোড়াটির খবর দেখে আমার খারাপ লাগে। তখনই সিদ্ধান্ত নিই ঘোড়াটির দায়িত্ব আমি নেব।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা আশা করছি, তিনি সঠিকভাবে ঘোড়াটি লালনপালন করতে পারবেন।’
- বিষয় :
- মালিকবিহীন ঘোড়া
- ঘোড়া