যুক্তরাষ্ট্রে খুন হওয়া হাশিমের মরদেহ দেশে আসছে না

মোহাম্মদ আবুল হাশিম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ০০:৫২ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ০০:৫২
হাশিমের ছোট ভাই রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল হাশিম জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে। গত রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের সাইন লাইট নামে একটি মার্কেটে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান তিনি।
রুহুল আমিন বলেন, তাঁর ভাইয়ের স্ত্রী, ৬ বছরের ছেলে ও ২ বছরের এক মেয়ে রয়েছে। তাঁদের সাত ভাইবোন, বাবা-মাসহ সবাই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বসবাস করেন। সেখানে ১৮ বছর ধরে ব্যবসা করতেন আবুল হাশিম। সন্ত্রাসীরা দোকানে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করে।
হাশিমের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে খোঁজখবর নিতে তাঁর পৈতৃক বাড়িতে ছুটে যান।
হাশিমের বাল্যবন্ধু রমিজ উদ্দিন বলেন, এভাবে গুলিতে তাকে মরতে হবে, তা কখনও ভাবিনি। স্ত্রী-সন্তানদের নিয়ে এ বছরই ওর দেশে আসার কথা ছিল। এখন তার মরদেহটিও দেখার সুযোগ হচ্ছে না।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, যুক্তরাষ্ট্রে গুলিতে হাশিমের মৃত্যুর খবর গণমাধ্যমে দেখেছেন। সরকারিভাবে এখনও এ বিষয়ে কোনো তথ্য তাঁদের দপ্তরে নেই।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনা সম্পর্কে কিছু জানা নেই তাঁর। পুরো পরিবার যুক্তরাষ্ট্রে থাকে। এলাকায় পরিবারটি সম্পর্কে খবর নেওয়া হচ্ছে।