ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আ’লীগের কর্মসূচি

যুবলীগ নেতার সঙ্গে সমাবেশে না যাওয়ায় হামলা অভিযোগ

যুবলীগ নেতার সঙ্গে সমাবেশে না যাওয়ায় হামলা অভিযোগ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ০১:৪৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ০২:৫৩

নরসিংদীর পলাশে স্থানীয় সংসদ সদস্যের পথসভায় যুবলীগ নেতার নেতৃত্বে যোগ না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ চারজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– ইউনিয়নের কাজীরচর গ্রামের হিরন মিয়ার ছেলে ইকবাল হোসেন (২২), একই গ্রামের কিরন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫), তাঁর মা লাকি বেগম (৪২) ও দু’বছরের শিশুসন্তান আরিয়া। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার বিকেলে পলাশ থানায় দেলোয়ারসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, সন্ধ্যায় ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ জনসচেতনতামূলক পথসভার আয়োজন করে। এতে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি ছিলেন। সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার তাঁর নেতৃত্বে যোগ দিতে বলেন। কিন্তু তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সভায় যাওয়ার পথে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। 

এ সময় হামলাকারীরা অটোরিকশায় থাকা মামুন, ইকবাল ও লাকি বেগমকে লাঠি নিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে লাকির কোলে থাকা শিশুসন্তান আরিয়াকে মাটিতে ছুড়ে ফেলে আহত করে। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান মাইনুল বলেন, যুবলীগ নেতা দেলোয়ার তাঁর সঙ্গে সভায় যোগ দিতে সকাল থেকেই ভয়ভীতি দেখাচ্ছিল। গ্রামের অনেকেই তাঁর কর্মকাণ্ডের জন্য তাঁকে পছন্দ করেন না। এ কারণে সভায় যেতে অনীহা দেখান। বিকেলে চেয়ারম্যান সাবের উল হাই’র নেতৃত্বে সভায় যোগ দিতে যাওয়ার সময় দেলোয়ারসহ ২০-২৫ জন হামলা চালায়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সাবের উল হাই বলেন, বিষয়টি শোনার পর আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এটি ঘৃণিত কাজ। দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করছেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে কথা বলতে ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×