ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লৌহজংয়ে ঘরে আগুন লেগে দেবর-ভাবির মৃত্যু

লৌহজংয়ে ঘরে আগুন লেগে দেবর-ভাবির মৃত্যু

আগুনে পুড়ে যায় ঘরটি - সমকাল

মুন্সীগঞ্জ ও লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ০৭:৫৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ০৮:০৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাঙ্গালিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে নাসরিন আক্তার (২৩) ও পাশের দক্ষিণ চারিগাঁও গ্রামের ইউনুস শেখের ছেলে ইমরান শেখ (২৫)। ইমরান সম্পর্কে নাসরিনের দেবর। তিনি নাসরিনের স্বামীর ফুপাত ভাই।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন জানান, 'সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নুর ইসলামের বাড়িটি বিলের মাঝে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। নৌকায় বাড়ি পৌঁছে উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থল থেকে নাসরিন ও ইমরান শেখ নামে দু'জনের মরদের উদ্ধার করা হয়েছে।'

তিনি জানান, আগুনে টিনের দোচালা ঘর পুড় গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত নাসরিনের বাবা নুর ইসলাম বলেন, 'মেয়ে নাসরিন, মেয়ের জামাই শুভ ও দেবর ইমরান কিছুদিন আগে বেড়াতে আসে। রোববার সকালে জামাতা শুভ ব্যবসার কাজে ঢাকায় যান। মেয়ে ও মেয়ের দেবর বাসায় ছিলেন। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। আমরা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করে জানাই। ফায়ার সার্ভিস আসার আগেই ঘর পুড়ে যায় এবং আমার মেয়ে ও মেয়ের দেবর অগ্নিকাণ্ডে মারা যায়।'

লৌহজং থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় এখনও জিডি কিংবা মামলা হয়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুইজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে।

/এসআর/

আরও পড়ুন

×