ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চক্ষু হাসপাতালে চুরি

৬৫ লাখ টাকার যন্ত্রপাতিসহ তিনজন আটক

৬৫ লাখ টাকার যন্ত্রপাতিসহ তিনজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১১:৩৩ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১১:৩৩

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া ৬৫ লাখ টাকার যন্ত্রপাতি ঢাকার আগারগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

রোববার রাতে সিআইডির পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, সদর উপজেলার লতিবাবাদ এলাকার একটি চক্ষু হাসপাতালের রেটিনা (চক্ষু) বিভাগে গত ১২ মে রাতে চুরি হয়। দুর্বৃত্তরা সেখান থেকে লেজার-ওসিটি মেশিন, দুটি ল্যাপটপসহ ৬৫ লাখ ৮৩ হাজার টাকার মালপত্র চুরি করে।

এ ঘটনায় হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার গত ৭ মে সদর থানায় মামলা করেন। গত ২৫ জুন মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান পরিদর্শক মুহাম্মদ লুৎফর রহমান।

গত শনিবার রাতে তার নেতৃত্বে আগারগাঁও এলাকার এফএম রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে হাসপাতালের চুরি যাওয়া মালপত্র উদ্ধার করা হয়।

এ সময় এফএম রেজাউল করিম, মিরপুর কাফরুল এলাকার আরিফুর রহমান রাব্বি, কটিয়াদী উপজেলার পাইকশা এলাকার রবিউল ইসলাম নবীকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যেম কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

×