ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য, ছেলে-পুত্রবধূ আটক

বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য, ছেলে-পুত্রবধূ আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৬:৩৬ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৬:৩৬

সাতক্ষীরার আশাশুনিতে আয়েশা খাতুন (৬০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ফকরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ফকরাবাদ গ্রামের মৃত আক্কাস মোল্যার স্ত্রী।

এ ঘটনায় ওই বৃদ্ধার ভাই মোস্তাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। পরে ওই নারীর ছেলে রমজান আলী ও ছেলেবউ মিনারা খাতুনকে আটক করা হয়েছে।

মামলার বাদীর স্ত্রী রাশিদা খাতুনের অভিযোগ, আক্কাছ মোল্যার মৃত্যুর পর থেকে আয়েশা খাতুন ছেলের সংসারে থাকতেন। খাওয়া-দাওয়া নিয়ে প্রায়ই ছেলেবউ তাঁকে বকাঝকা ও মারধর করত। আজ সকালে রমজান ও মিনারা খাতুন মারধর শুরু করে। একপর্যায়ে তারা বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

মোন্তাজুল ইসলাম জানান, এ ঘটনার পর তাঁর ভাগনে পালিয়ে যাচ্ছিল। একপর্যায়ে পাশের রামনগর গ্রাম থেকে রমজানকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন

×