ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিকলী হাওর দেখা হলো না তাদের

নিকলী হাওর দেখা হলো না তাদের

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

গাজীপুর ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ০৬:১৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ০৬:১৩

গাজীপুরের কাশিমপুর থেকে ১০ জন শ্রমিক একটি মাইক্রোবাস ভাড়া করে হাওর দেখতে শুক্রবার সকালে কিশোরগঞ্জের নিকলি যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আটজন। 

গাজীপুরের কোনাবাড়ি উড়াল সড়কের পূর্বপাশে বাইমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলেন, নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে মো. শাহ আলম (৩০)। তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার মেকানিকেল পদে চাকরি করতেন। অপরজন হলেন, জুয়েল মিয়া (৩২)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার কারখানার ১০ জন শ্রমিক মাইক্রোবাসে নিকলী হাওরে বেড়াতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইলএলাকায় পৌঁছলে মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সংঘর্ষ হয়। 

সংঘর্ষে মাইক্রোবাসটি সামনে ও পাশে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন। কোনাবাড়ি থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। 

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পালিয়ে গেছেন।

আরও পড়ুন

×