ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুর

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশ

ছবি : সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ০৮:২৮ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ০৮:২৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর, সাধারণ আইনজীবীদের লাঞ্ছিত করা ও দেশের সর্বোচ্চ আদালতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ফরিদপুর জেলা শাখা।

আজ (সোমবার) সকাল সাড়ে দশটায় জেলা আইনজীবী ভবনের সামনে স্বাধীনতা চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি বাবু মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন পাল, ফরিদপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাহিদ বেপারী, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমরান হোসেন রিমন। সভা পরিচালনা করেন স্বপন পাল। এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×